Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
ক্ষেত্রফল ও পরিমাপ
 
1. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে? রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
১৬০০ বর্গফুট
১২০০ বর্গফুট
৮৫৫ বর্গফুট
৭৫৫ বর্গফুট
 
2. ২.৫ মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
২২৯.৬০ টাকা
১২৯.২৯ টাকা
২২৭.৮০ টাকা
কোনোটিই নয়
 
3. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
১৮০ ডিগ্রি
২৭০ ডিগ্রি
৩৬০ ডিগ্রি
৫৪০ ডিগ্রি
 
4. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
১২৮ মিটার
৬৪ মিটার
৪৮ মিটার
৩২ মিটার
 
5. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০ গজ এবং প্রস্থ ১৪ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
১০০ বর্গগজ
১১০ বর্গগজ
১১৫ বর্গগজ
১২০ বর্গগজ
 

6. ১ মিটার কত ইঞ্চির সমান?
৩৭.৪৯ ইঞ্চি
৩৭.৩৯ ইঞ্চি
৩৯.৪৭ ইঞ্চি
৩৯.৩৭ ইঞ্চি
 
7. এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম?
১০
১০০
১০০০
 
8. এক টন=কত পাউন্ড?
১০০০
১১৬.৮
২২৪০
১৪০০
 
9. কত মিলিমিটারে এক মিটার?
১০
১০০
১০০০
১০০০০
 
10. যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
১০০ গ্রাম
২৫০ গ্রাম
৬০০ গ্রাম
১০০০ গ্রাম
 

       

Try Again

Back To MCQ Page