Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৩তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৬) :: পরীক্ষার তারিখঃ- ১৩.০৫.২০১৬
 
61. যদি সেল ফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত 5 : 3 হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
ক. 30%
খ. 35%
গ. 40%
ঘ. 45%
উত্তরঃ
 
62. এক ব্যক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হতো। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল?
ক. ১৩ টি
খ. ১৪ টি
গ. ১৫ টি
ঘ. ১৬ টি
উত্তরঃ
 
63. একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?
ক. ১২%
খ. ১০%
গ. ৮%
ঘ. ৬%
উত্তরঃ
 
64. একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?
ক. ২০০ টাকা
খ. ২৫০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৩৫০ টাকা
উত্তরঃ
 
65. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
ক. ২০ মি.
খ. ১৬ মি.
গ. ১৫ মি.
ঘ. ১২ মি.
উত্তরঃ
 

66. বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ------ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৬৫
খ. ৪৫
গ. ৩৩
ঘ. ২৬
উত্তরঃ
 
67. ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক. 2
খ. 1
গ. 90000
ঘ. 90001
উত্তরঃ
 
68. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
ক. ৫০
খ. ২৫
গ. ২৩
ঘ. ২২
উত্তরঃ
 
69. একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
ক. ১০
খ. ১১
গ. ১৫
ঘ. ২০
উত্তরঃ
 
70. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ,এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত ?
ক. 70 মিটার
খ. 80 মিটার
গ. 90 মিটার
ঘ. 96 মিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question