Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান
ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
1. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ট্রপিক অব ক্যাপ্রিকন
ট্রপিক অব ক্যানসার
ইকুয়েটর
আর্কটিক সার্কেল
 
2. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
৬০০ কিলোমিটার
৬৫০ কিলোমিটার
৭১১ কিলোমিটার
৮০০ কিলোমিটার
 
3. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
২২°৩০′ থেকে ২০°৩৪′ দক্ষিণ অক্ষাংশে
৮০°৩১′ থেকে ৪০°৯০′ দ্রাঘিমাংশে
৩৪°২৫′ থেকে ৩৮° উত্তর অক্ষাংশে
৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে
 
4. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
৯০ তম
৯৫ তম
১০০ তম
১০৫ তম
 
5. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
বিষুবরেখা
মকরক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা
সুমেরু রেখা
 

6. বাংলাদেশের মোট সীমানা কত?
৫১৩৮ কিলোমিটার
৫১৪০ কিলোমিটার
৫১৪৪ কিলোমিটার
৫১৫০ কিলোমিটার
 
7. বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
সত হাজার একশত আটত্রিশ কিলোমিটার
সাত হাজার কিলোমিটার
পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
পাঁচ হাজার কিলোমিটার
 
8. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য-
৪৭৯১ কিমি
৪৮০৫ কিমি
৫০৪০ কিমি
৪৫০০ কিমি
 
9. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি.
৪১৫৬ কি.মি.
৩৯৭৮ কি.মি.
 
10. নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য
ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
মেগালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
 

       

Try Again

Back To MCQ Page