Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
গণিত
লাভ ও ক্ষতি
 
1. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
৪৫%
৪৮.৫০%
৫২.৭৫%
৫৬.২৫%
 
2. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
১০%
১২%
১৪%
১৫%
 
3. ১২০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ-
১০%
১৫%
২০%
২৫%
 
4. একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৫০ টাকা
৫২ টাকা
৫৪ টাকা
৫৫ টাকা
 
5. একটি দ্রব্য ১৮০ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে ১০% লাভ হবে?
১৯০ টাকা
২০০ টাকা
২২০ টাকা
৫২০ টাকা
 

6. একটি কলম ৫০ টাকায় ক্রয় করে, ৫৬ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
৮%
৯%
১০%
১২%
 
7. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
১৮:২৫
২০:২৫
২৪:২৫
১৯:২৫
 
8. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
১৫০ টাকা
১২০ টাকা
১৬০ টাকা
১০০ টাকা
 
9. একটি জিনিস ৬০ টাকা বিক্রি করলে ২০% লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?
৪০ টাকা
৫০ টাকা
৬০ টাকা
৮০ টাকা
 
10. একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তার শতকরা লাভ কত?
২২%
২৬%
৩০%
৩৬%
 

       

Try Again

Back To MCQ Page