Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
গণিত
সময়, দূরত্ব ও গতিবেগ
 
1. ঘন্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে, ঘন্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দুরত্ব কত?
২৫ কিমি
২২ কিমি
২০ কিমি
১৫ কিমি
 
2. একটি ট্রেন ঘন্টায় ৮৪ কিমি বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
৯০০ মিটার
৭৫০ মিটার
৬০০ মিটার
৫০০ মিটার
 
3. ক ঘন্টা্য় ১০ কিমি এবং খ ঘন্টায় ১৫ কিমি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজমাহীর দুরত্ব কত কিমি?
২০ কিমি
২৫ কিমি
১৫ কিমি
২৮ কিমি
 

4. এক ব্যক্তি ঘন্টায় ৪০ কিমি বেগে ২ ঘন্টা এবং ঘন্টায় ৬০ কিমি বেগে আরো ২ ঘন্টা গাড়ি চালালেন। তাঁর গাড়ির গড় গতিবেগ কত?
৪৫ কিমি/ঘন্টা
৫০ কিমি/ঘন্টা
৫২ কিমি/ঘন্টা
৫৫ কিমি/ঘন্টা
 
5. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অত্রিকম করলো। ট্রেনের দৈর্ঘ্য কত?
৪৪০ মিটার
৩২০ মিটার
২৮০ মিটার
৩৮০ মিটার
 
6. ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাস্পপোস্ট ৬ সেকেন্ডে অতক্রিম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
৩৬
৪৮
৭২
৯৬
 

       

Try Again

Back To MCQ Page