Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
গণিত
ক্ষেত্রফল ও পরিমাপ
 
1. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮ মিটার
১৪৪ মিটার
৬৪ মিটার
৯৬ মিটার
 
2. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
১৮০ ডিগ্রি
২৭০ ডিগ্রি
৩৬০ ডিগ্রি
৫৪০ ডিগ্রি
 
3. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
২.০৫৭৩৪
০.২০৫৭৩৪
০.০২০৫৭৩৪
২০.৫৭৩৪০
 
4. ২.৫ মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
২২৯.৬০ টাকা
১২৯.২৯ টাকা
২২৭.৮০ টাকা
কোনোটিই নয়
 
5. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
১৩৬ বর্গমিটার
১০৬ বর্গমিটার
১৩০ বর্গমিটার
১০৭ বর্গমিটার
 

6. ১ কি.মি. সমান কত মাইল?
১.৬২ মাইল
০.৬৩ মাইল
০.৫৮ মাইল
০.৬২ মাইল
 
7. একটি নক্‌শায় ১ মিটার যদি ১ কিলোমিটার দুরত্ব নির্দেশ করে তবে ঐ নক্‌শায় কত বর্গ সেন্টিমিটার ১ হেক্টর জমি নির্দেশ করবে?
১০০ ব.সে.মি.
৫০ ব.সে.মি
১০ ব.সে.মি
১০০ ব.সে.মি
 
8. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
৮০ মিটার
১০৫ মিটার
৯০ মিটার
১০ মিটার
 
9. একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
৫০%
২৫%
৪৫%
১২৫%
 
10. ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
০.০৯২৯
৭.৩২
৬.৪৫
৬৪.৫০
 

       

Try Again

Back To MCQ Page