Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
গণিত
ঐকিক নিয়ম
 
1. ১২ জন চাষীর একটি জমির ফসল কাটতে ১৪ জন লাগল। ২১ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
৫ দিন
৬ দিন
৭ দিন
৮ দিন
 
2. তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে?
২৯ দিন
৮৭ দিন
৩০০ দিন
২৬১ দিন
 
3. ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
২৪
২৬
২৮
৩০
 
4. যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
৩ দিনে
৪ দিনে
৫ দিনে
৬ দিনে
 
5. ১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে?
২৭ জন
২৪ জন
২১ জন
১৮ জন
 

6. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
৫টি
৬টি
৭টি
৮টি
 
7. যে কাজটি ৭০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে, সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে, প্রতিদিন কত জন শ্রমিকের প্রয়োজন হবে?
১৫৫
১৭৫
১৯৫
২১৫
 
8. ৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
৮,০০০ টাকা
৯,০০০ টাকা
৯,৫০০ টাকা
১০,০০০ টাকা
 
9. ৫ টন খাবারে ১২০টি হাতির ৫৫ দিন চলে। ১৫০টি হাতির ঐ খাবারে কত দিন চলবে?
২৫ দিন
৩৫ দিন
৪৪ দিন
৫৪ দিন
 
10. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
৪ দিনে
৮ দিনে
১২ দিনে
৩ দিনে
 

       

Try Again

Back To MCQ Page