Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
সন্ধি
 
1. ‘মাত্রাধিক্য’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কী রকম?
মাতৃ+আধিক্য
মাত্র+অধিক্য
মাত্র+আধিক্য
মাত্রা আধিক্য
 
2. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মতঃ+এক
মতঃ+ঐক্য
মত+এক
মত+ঐক্য
 
3. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
অব্যয়
 
4. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
প্রত্য+ঊয
প্রত্য+উয
প্রতি-উয
প্রতি+ঊয
 
5. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
হিমালয়
অহরহ
সংসার
বনস্পতি
 

6. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে-
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
 
7. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দু:শ্চিন্তা
 
8. ‘আদ্যোপান্ত’ এর সন্ধি-বিচ্ছেদ হল-
আদি+উপান্ত
আদি+পান্ত
আদ্য+পান্ত
আদি+পন্ত
 
9. সন্ধির প্রধান সুবিধা কি?
উচ্চারণের সুবিধা
লেখার সুবিধা
শোনার সুবিধা
পড়ার সুবিধা
 
10. ‘যদ্যপি’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
যদ+পি
যদি+অপি
যদ+অপি
যদ্য+অপি
 

       

Try Again

Back To MCQ Page