Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
সভাসদ
শুভেচ্ছা
ফলবান
তম্বী
 
2. ‘ফোড়ন’ শব্দটি গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
সমাসযোগে
উপসর্গযোগে
সন্ধিযোগে
 
3. ‘উৎকযতা’ কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত
উসর্গজনিত
বিভক্তিজনিত
 

4. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
শব্দ প্রত্যয়
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
 
5. ‘ফুলদানি’ শব্দের ‘দানি’র ভাষিক পরিচয়-
বিভক্তি
প্রত্যয়
শব্দ প্রত্যয়
ধাতু
 
6. ‘দারিদ্রতা’ শব্দটি অশুদ্ধ কেন?
প্রত্যয়জনিত কারণে
উপসর্গজনিত কারণে
কারকজনিত কারণে
অনুসর্গজনিত কারণে
 

       

Try Again

Back To MCQ Page