Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. কোনটি নাম ধাতুর উদাহরণ?
দেখায়
পড়াচ্ছি
মুচড়ানো
শোনায়
 
2. ‘বাঁধ্‌+অন=বাঁধন’ কোন শব্দ?
কৃদন্ত শব্দ
তদ্ধিতান্ত শব্দ
ধনাত্মক শব্দ
কোনোটিই নয়
 
3. ‘জনতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
উপসর্গযোগে
সন্ধিযোগে
বচনের সাহায্যে
 
4. ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে?
প্রকৃতি
ধাতু
প্রত্যয়
মৌলিক শব্দ
 
5. পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
সংস্কৃত
দেশি
কাঁটি বাংলা
বিদেশি
 

6. কাজটি ভাল দেখায় না- এই বাক্যর ‘দেখায়’ ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
মৌলিক ধাতুর
নাম ধাতুর
প্রযোজক ধাতুর
কর্মবাচ্যের ধাতুর
 
7. ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?
গতি
গত
গম্য
গম্
 
8. ধাতু বা শব্দে র শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
নতুন শব্দ গঠন
বাক্যে অলঙ্কার
শব্দের মিলন
ভাষা সংক্ষেপণ
 
9. ‘প্রেম’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
প্রে+ম
প্রিয়+এম
প্রিয়+ইমন
প্রেম+অ+ব
 
10. ‘পাঠক’ শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√পাঠ+অক
√পঠ্+অক
√পা+ঠক
√পঠ+টক
 

       

Try Again

Back To MCQ Page