Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
সম্মান
মাঝামাঝি
প্রহার
ওপর-নিচে
 
2. কোন বাগধারাটি ভিন্নার্থক?
অহি-নকুল
উত্তম-মধ্যম
সাপে-নেউলে
আদায়-কাঁচকলায়
 
3. ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ নির্ণয় কর।
অমিতব্যয়ী
উচ্ছৃঙল
অবাধ্য
কোনোটিই নয়
 

4. উঁদুর কপালে-এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
একাদশে বৃহস্পতি
অন্ধকার দেখা
কেউকেটা
 
5. ‘উড়ে এসে জুড়ে বসা’ এর অর্থ কি?
হঠাৎ আবির্ভাব
দূর থেকে আসা
অনধিকার চর্চা
অধিকার প্রতিষ্ঠা করা
 
6. ‘উলুবনে মুক্তা ছাড়ানো’- এর সঠিক অর্থ-
অজায়গায় গমন করা
অপাত্রে সম্প্রদান করা
অস্থানে যোগাযোগ করা
অপাত্রে অনুসন্ধান করা
 

       

Try Again

Back To MCQ Page