Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘আমড়া কাঠের ঢেঁকি’ কে কি বলে?
নরম
অপদার্থ
বোকা
অসম্ভব বস্তু
 
2. ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?
অবিরাম কান্না
ছিঁদকাঁদুনে
বৃথা চেষ্টা
বারংবার চেষ্টা করা
 
3. ‘আকাশ পাতাল’ বাগধারাটির অর্থ কি?
বিশৃঙ্খলা
শত্রুতা
প্রচুর ব্যবধান
অবাস্তব
 
4. ‘আকাশ কুসুম’ বাগধারার অর্থ নির্ণয় কর?
হতবুদ্ধি
সুদূরদর্শী
সুন্দর ফুল
কোনোটিই নয়
 
5. ‘কুঁড়ে স্বভাব’ কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
ঊনপঞ্চাশ বায়ু
আঠারো মাসে বছর
অকাল কুস্মাণ্ড
অল্পবিদ্যা ভয়ঙ্করী
 

6. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্যবাচক?
অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
আকাশে তোলা, আষাঢ়ে গল্প
অহিনকুল সম্বন্ধ, আদায় কাঁচকলায়
অগ্নিপরীক্ষা, অদৃষ্টের পরিহাস
 
7. ‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাড়ে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
 
8. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগ্বিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
 
9. ‘অন্তর টিপুনী’ বাগধারাটির অর্থ কি?
বিপদ
গভীর
গোপন ব্যথা
হিংসা
 
10. উঁদুর কপালে-এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
একাদশে বৃহস্পতি
অন্ধকার দেখা
কেউকেটা
 

       

Try Again

Back To MCQ Page