Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
বাংলা ভাষা
 
1. কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
তৎসম শব্দের প্রয়োগ বেশী
সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
 
2. হরপ্রসাদশাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
১৯০৭ সালে
১৯০৯ সালে
১৯১৬ সালে
১৯২৩ সালে
 
3. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
চর্যাপদ
ডাকার্ণব
দোঁহাকোষ
খ ও গ উভয়ই
 

4. শবর পা কে ছিলেন?
আদি সিদ্ধাচার্য
চর্যাকর
শবরীর পতি
হস্তীবিশারদ
 
5. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
অসমীয়া
উড়িয়া
মৈথিলী
কোল ভাষা
 
6. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
আমি তার সাথে দেখা করলাম
সে গতকাল ঢাকা গিয়েছিল
মিনা তাহাকে দেখিয়াছে
সেদিন তারা গেল
 

       

Try Again

Back To MCQ Page