Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
বাংলাদেশের ভূ-প্রকৃতি
 
1. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
মালভূমি
প্লাবন সমভূমি
পাহাড়
দ্বীপ
 
2. ভুমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভুমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
দুই ভাগ
তিন ভাগ
চার ভাগ
পাঁচ ভাগ
 
3. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে?
৩টি অঞ্চলে
৪টি অঞ্চলে
৫টি অঞ্চলে
৬টি অঞ্চলে
 

4. ঐতিহ্যবাহী হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
নাটোর ও রাজশাহী
রংপুর ও দিনাজপুর
ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ
সিলেট ও মৌলভীবাজার
 
5. বাংলাদেশের প্রগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন কোন ভূমিরূপে?
টারশিয়ারি উচ্চ ভূমি ও প্লাইস্টোসিন টেরেস
প্লাবন সমভূমি
উপকূলীয় সমভূমি
সবগুলো হতে পারে
 
6. বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক অঞ্চল সবচাইতে প্রাচীন?
প্লাইস্টোসিন চত্ত্বর
টারশিয়ারি পাহাড়
মেঘনা প্লাবন সমভূমি
ব্রহ্মপুত্র-যমুনা প্লাবন সমভূমি
 

       

Try Again

Back To MCQ Page