Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
স্রোত ও চৌবাচ্চা বিষয়ক
 
1. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০,১২ ও১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
৬ ঘন্টা
৪ ঘন্টা
৩ ঘন্টা
২ ঘন্টা
 
2. একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২৫ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য ট্যাঙ্কটির যে নল আছে, তা খুলে দিলে তা ৫০ মিনিটে সম্পূর্ণ খালি হয়ে যায়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
২৫ মিনিট
১ ঘন্টা
আধ ঘন্টা
২০ মিনিট
 
3. একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। একটি নল ৪০ মিনিটে ভর্তি করতে পারে এবং অপরটি এক ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে?
১ ঘন্টা
২ ঘন্টা
৩ ঘন্টা
৪ ঘন্টা
 
4. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
১৮ এবং ১২ মিনিট
২৪ এবং ১২ মিনিট
১৫ এবং ১২ মিনিট
১০ এবং ১৫ মিনিট
 
5. স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৫ কিমি। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ২১ কিমি পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-
৮ ঘন্টা
৭ ঘন্টা
৬ ঘন্টা
৯ ঘন্টা
 

6. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিমি এবং স্রোতের প্রতিকূলে ৪ কিমি যায়। নৌকার বেগ কত?
৮ কিমি
৬ কিমি
২ কিমি
৪ কিমি
 
7. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। ঐরূপ একটি নৌকার স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-
১৩ ঘন্টা
১২ ঘন্টা
১১ ঘন্টা
১০ ঘন্টা
 
8. একটি পিপায় দুইটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়; দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুটি নলই একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?
৫০ মিনিটে
৮০ মিনিটে
১০০ মিনিটে
৬০ মিনিটে
 
9. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের গ্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।
ঘন্টায় ১০ কিমি
ঘন্টায় ৪ কিমি
ঘন্টায় ৭ কিমি
ঘন্টায় ৫ কিমি
 
10. একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে। প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি ১০ ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি ১৫ ঘন্টায় খালি হয়। দুটি নল একসাথে কুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে?
২০ ঘন্টায়
২৫ ঘন্টায়
৩০ ঘন্টায়
৩৫ ঘন্টায়
 

       

Try Again

Back To MCQ Page