Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
ল.সা.গু এবং গ.সা.গু.
 
1. এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮,১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
৮০
৯৬
১২০
১৪০
 
2. ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ২৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দু’টি একত্রে বাজবে?
২০ মি: পর
৩০ মি: পর
৫০ মি: পর
১০০ মি: পর
 
3. ০,২,৩ এর গ.সা.গু. কত?
 
4. ৫ এর ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
৫টি
৬টি
১০টি
১৮টি
 
5. দুইটি সংখ্যার ল.সা.গু. ৮৪, গ.সা.গু. ৭। একটি সংখ্যা ২২ হলে অপর সংখ্যাটি কত?
১২
৩২
২৮
 

6. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১।
৭১
৪১
৩১
৩৯
 
7. দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু. ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-
৩১৮
৩০৮
২৮৩
২৭৯
 
8. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
৮৯
১৪১
১৪৮
১৭০
 
9. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে নিভাজ্য হবে?
১২১
১৮১
২৪১
৩৬১
 
10. দুটি সংখ্যার গ.সা.গু. ১৫ এবং ল.সা.গু. ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
১০৫
১০৬
১০০
৯০
 

       

Try Again

Back To MCQ Page