Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪:৯
২:৩
৪:৫
৫:৬
 
2. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
৯:২
৪৫:১
৪৫০:১
৯:১
 
3. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
২৫ লিটার
৩০ লিটার
৩৫ লিটার
৪০ লিটার
 
4. দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?
৩৪,১০০
১১০,১৭৬
২৩১,১৬৫
২৭০,৩৩৬
 
5. আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ কত?
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
৭৫০ টাকা
 

6. ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য-
৯ মিটার
৭ মিটার
১১ মিটার
১০ মিটার
 
7. রহিম ও করিমের বয়সের অনুপাত ৩:৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে নিম্নের কোন উত্তরটি সঠিক?
রহিম ১৫
করিম ১৫
রহিম ১০
করিম ৫
 
8. শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১:১০ এবং তার মাসিক সঞ্চয় ১,০০ টাকা হলে তার মাসিক আয় কত টাকা?
১২,০০০
১১,০০০
১১,৫০০
১২,২০০
 
9. ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
 
10. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে-
মধ্য রাশি
প্রান্ত রাশি
মিশ্র রাশি
ক্রমিক রাশি
 

       

Try Again

Back To MCQ Page