Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
ক্ষেত্রফল ও পরিমাপ
 
1. কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
৫০%
১০০%
১২৫%
১৫০%
 
2. যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?
১০০ গ্রাম
২৫০ গ্রাম
৬০০ গ্রাম
১০০০ গ্রাম
 
3. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
৮০ মিটার
১০৫ মিটার
৯০ মিটার
১০ মিটার
 
4. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮ মিটার
১৪৪ মিটার
৬৪ মিটার
৯৬ মিটার
 
5. একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার ২ টাকা হিসেবে মোট ১৪৪ টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত?
১৮ মিটার
১৬ মিটার
১৪ মিটার
১২ মিটার
 

6. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে? রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
১৬০০ বর্গফুট
১২০০ বর্গফুট
৮৫৫ বর্গফুট
৭৫৫ বর্গফুট
 
7. ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
০.০৯২৯
৭.৩২
৬.৪৫
৬৪.৫০
 
8. ১ কি.মি. সমান কত মাইল?
১.৬২ মাইল
০.৬৩ মাইল
০.৫৮ মাইল
০.৬২ মাইল
 
9. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত?
১২৮ মিটার
৬৪ মিটার
৪৮ মিটার
৩২ মিটার
 
10. এক ট্রিলিয়ন সমান-
একশত কোটি
এক হাজার কোটি
এক লক্ষ কোটি
দশলক্ষ কোটি
 

       

Try Again

Back To MCQ Page