Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
ইংরেজি
Translation
 
1. Translate into Bangla: “She’s given her final word.”?
তিনি তাঁর শেষ কথা উচ্চারণ করেছেন
তিনি সব শেষে কথা বলেছে
তিনি সব শেষে কথা বলেছেন
তিনি পাকা কথা দিয়েছেন
 
2. Choose the correct translation: ‘‘আমি আম পছন্দ করি।’’?
I like mango
I would like a mango
I like mangoes
I like the mango
 
3. He has gone to the dogs- এর সঠিক অনুবাদ কোনটি?
সে কুকুরের কাছে ‍গিয়েছে।
সে কুকুরের সন্নিকটে থাকে।
সে গোল্লায় গিয়েছে।
সে কুকুর পোষে।
 
4. Translate into English: আমি তাকে গোলমাল করতে দেখেছিলাম।
I saw him to make noise
I saw him when he was making noise
I saw him making noise
Both ‘A’ and ‘C’
 
5. What is the correct translation of --- আমি কাজটি করিয়াছি?
I did the work
I got the work done
I have got the work done
I have done the work
 

6. Do you cry down your enemy- এর সঠিক অনুবাদ
শক্রর মায়াকান্নায় ভুলে যেও না।
শক্রকে খাটো করে দেখো না।
শক্রর সাথে মেলামেশা কর না।
শক্রকে ভয় পেও না।
 
7. Translate into Bangla: “I am sick of him”.
আমি তার কারণে অসুস্থ
সে আমাকে রোগগ্রস্ত করে দিয়েছে
তাকে আমার অসহ্য লাগে
সে যে অসুস্থ তা জানি
 
8. Translate into English: আমি তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখলাম।
I saw him to flee
I saw him running away
I saw him when he was running
Both ‘A’ and ‘C’
 
9. ‘Students are filled with ideal’ এর সঠিক অর্থ:
ছাত্ররা উচ্চ আদর্শে পুষ্ঠ।
ছাত্ররা উচ্চতম আদর্শে পরিপূর্ণ।
ছাত্ররা ব্যাপক আদর্শবান।
ছাত্ররা আর্দশের সঙ্গে পরিপূর্ণ।
 
10. Culture is constantly evolving.
সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে
সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে
সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে
সংস্কৃতি সর্বদা বিতর্কিত হচ্ছে
 

       

Try Again

Back To MCQ Page