Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
বাংলা নাটক
 
1. প্রথম সার্থক বাংলা নাটক-
শর্মিষ্ঠা
কৃষ্ণকুমারী
শাজাহান
বসন্ত
 
2. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-
বসন্তকুমারী
জমিদার দর্পণ
কৃষ্ণকুমারী
শর্মিষ্ঠা
 
3. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
১৮১৭ সালে
১৮৩২ সালে
১৮৫২ সালে
১৭৫৩ সালে
 
4. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
মমতাজ উদ্দীন আহমেদ
মামুনুর রশীদ
ইব্রাহীম খলিল
ওবায়েদ-উল হক
 
5. ‘ছোটদের অভিনয়’ নাটকটি কার রচনা?
সেলিম আল দীন
আলাউদ্দিন আল আজাদ
জিয়া হায়দার
আবুল কালাম আবদুল ওহাব
 

6. প্রহসন বলতে কি বোঝায়?
কমেডি নাটক
হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
অস্বাভাবিক নাটক
সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক
 
7. বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
অশোক
সাজাহান
সরোজিনী
কৃষ্ণকুমারী
 
8. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
চন্ড
জনা
প্রফুল্ল
হারানিধি
 
9. ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ নাটকের রচয়িতা কে?
শামসুর রাহমান
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
আবদুল্লাহ আল মামুন
 
10. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
ভদ্রার্জুন
নীলদর্পণ
শর্মিষ্ঠা
কবর
 

       

Try Again

Back To MCQ Page