Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
কারক ও বিভক্তি
 
1. ‘আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
 
2. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 
3. “নগরে রাজা এলো” ---‘রাজা’ এর কারক ও বিভক্তি-
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 

4. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
কারণ কারক
কর্মকারক
 
5. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ছেলেরা ফুটবল খেলছে
মুষলধারে বৃষ্টি পড়ছে
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
 
6. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
ঘর ভরেছে অন্ধজনে
হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
অন্ধজনে দেহ আলো
 

       

Try Again

Back To MCQ Page