Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
সন্ধি
 
1. ‘অত্যন্ত’ এর সন্ধি-বিচ্ছে কোনটি?
অতি+অন্ত
অতী+অন্ত
অত্ৎ+অন্ত
অত+অন্ত
 
2. সন্ধির উদ্দেশ্য কোনটি?
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
শব্দগত মাধুর্য সৃষ্টি
বর্ণের মিল
 
3. ‘পরীক্ষা’ সন্ধি-বিচ্ছেদ কি হবে?
পরী+ঈক্ষা
পরি+ইক্ষা
পরী+ইক্ষা
পরি+ইক্ষা
 
4. সন্ধি শব্দের অর্থ কি?
মিলন
বিচ্ছেদ
বন্ধুত্ব
সংযোগ
 
5. সন্ধি-বিচ্ছেদ করুন: ইত্যাদি।
ইতি+দি
ইতি+আদি
ইত+তাদি
ইতি+অদি
 

6. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ?
ক্ষুৎ+আর্ত
ক্ষুধা+আর্ত
ক্ষুধা+ঋত
ক্ষুধ+আর্ত
 
7. সন্ধিযোগে গঠিত শব্দ-
নীলোৎপল
বিপদাপন্ন
ফুলেল
পরাজয়
 
8. ‘গুরূক্তি’ এর সন্ধি-বিচ্ছেদ কি?
গুরু+যুক্তি
গুরূ+পরি
গুরু+উক্তি
গুরু+ঊক্তি
 
9. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দু:শ্চিন্তা
 
10. সন্ধির প্রধান সুবিধা কি?
উচ্চারণের সুবিধা
লেখার সুবিধা
শোনার সুবিধা
পড়ার সুবিধা
 

       

Try Again

Back To MCQ Page