Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
শব্দ প্রত্যয়
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
 
2. ‘নায়ক’ শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে-
নিঃ+অক
নী+অক
ণী+অক
√ণী+ণক
 
3. যে ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয়-
সাধিত ধাতু
মৌলিক ধাতু
যৌগিক ধাতু
সংযোগমূলক ধাতু
 
4. অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
√খা
√আ
√কর
√দেখ
 
5. ‘প্রেম’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
প্রে+ম
প্রিয়+এম
প্রিয়+ইমন
প্রেম+অ+ব
 

6. প্রত্যয় কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
 
7. কোনটি বাংলা ধাতু?
কাট্
কৃ
মাগ্
গম্
 
8. ‘ধার’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
ধি+অর
ধী+অর
ধার+অ
ধারি+অ
 
9. ‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
√গিঃ+অক
√গায়+নক
√গৈঃ+ণক
√গৈ+ণক
 
10. শব্দ ও ধাতুর মূলকে বলে-
বিভক্তি
ধাতু
প্রকৃতি
কারক
 

       

Try Again

Back To MCQ Page