Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘কুঁড়ে স্বভাব’ কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
ঊনপঞ্চাশ বায়ু
আঠারো মাসে বছর
অকাল কুস্মাণ্ড
অল্পবিদ্যা ভয়ঙ্করী
 
2. ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
মারা যাওয়া
না জেনে কিছু করা
অপদার্থ
ন্যাকামি
 
3. ‘অন্তর টিপুনী’ বাগধারাটির অর্থ কি?
বিপদ
গভীর
গোপন ব্যথা
হিংসা
 
4. ‘উপরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাড়ে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
 
5. ‘আকাশ পাতাল’ বাগধারাটির অর্থ কি?
বিশৃঙ্খলা
শত্রুতা
প্রচুর ব্যবধান
অবাস্তব
 

6. ‘অমাবস্যার চাঁদ’ বাগধারাটির অর্থ কি?
সহজলভ্য
দুর্লভ বস্তু
লুকিয়ে থাকা
অমাবস্যার রাতে চাঁদ
 
7. ‘অকালে বাদলা’ বাগধারার অর্থ কি?
অপ্রত্যাশিত বাধা
যা সচরাচর ঘটে না
পৌষ-মাস মাসের বৃষ্টি
নিত্যনৈমিত্তিক বিষয়
 
8. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
সুসময়
দুঃসময়
অলীক বস্তু
শেষ রক্ষা
 
9. ‘উড়ে এসে জুড়ে বসা’ এর অর্থ কি?
হঠাৎ আবির্ভাব
দূর থেকে আসা
অনধিকার চর্চা
অধিকার প্রতিষ্ঠা করা
 
10. ‘আগড়ম বাগড়ম’ বাগধারা অর্থ-
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
 

       

Try Again

Back To MCQ Page