Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান
চুক্তি ও সনদ
 
1. জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়-
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
 
2. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯২০ সালে
১৯৫৫ সালে
১৯৬৫ সালে
১৯৬৬ সালে
 
3. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
 
4. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
১৯২৫ সনে
১৯৪৯ সনে
১৯৬৬ সনে
১৯৭২ সনে
 
5. ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
মিশর ও ইসরাইল
ভারত ও পাকিস্তান
সৌদি আরব ও ইরান
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
 

6. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসমূহ অভিহিত-
‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
 
7. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
বিল ক্লিনটন
জিমি কার্টার
নিক্সন
রিগান
 
8. Extradition Treaty হলো-
উত্তর মেরু চুক্তি
অপরাদী প্রত্যপর্ণ ‍চুক্তি
পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
তেল-গ্যাস আহরণ চুক্তি
 
9. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
প্রথম ভার্সাই চুক্তি
বার্লিন চুক্তি
স্বাধীনতা চুক্তি
ওয়াশিংটন চুক্তি
 
10. নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?
Magna Carta
Bill of Rights
Retition of Rights
French Revolation
 

       

Try Again

Back To MCQ Page