Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
সাধারন জ্ঞান
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ
 
1. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?
ঢাকা
গাজীপুর
ব্রাক্ষণবাড়িয়া
কিশোরগঞ্জ
 
2. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
সামরিক আইন জারি করা
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
অনশন ধর্মঘট আহবান
পুনরায় নির্বাচন দাবি
 
3. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?
সেনাবাহিনী
নৌবাহিনী
বিমানবাহিনী
ইপিআর
 
4. ১৯৭১ সালের ৭ই মার্চ বিখ্যাত কেন?
ঐতিহাসিক মুজিবনগর দিবস
বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণের জন্য
গণঅভ্যুত্থান দিবসের জন্য
ঐতিহাসিক ৬ দফা ঘোষণার জন্য
 
5. শুধু একটি নম্বর ‘৩২’ উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়? বাড়িটি কি?
গণভবন
ধানমন্ডি, ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
আহসান মঞ্জিল
বঙ্গভবন
 

6. ২৬ মার্চ, ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন-
বেতার/রেডিওর মাধ্যমে
ওয়ারলেসের মাধ্যমে
টেলিগ্রামের মাধ্যমে
টেলিভিশনের মাধ্যমে
 
7. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন-
ফ্লাইট লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
ল্যান্স নায়েক
স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
 
8. রীরশেষ্ঠ নূর মোহাম্মদ-এর পদবী কি ছিল?
ক্যাপ্টেন
লেফটেন্যান্ট
সিপাহী
ল্যান্স নায়েক
 
9. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
বনানী কবরস্থানে
আজিমপুর কবরস্থানে
মোহাম্মদপুর কবরস্থানে
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
 
10. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
২৫০টি আসন
২৭৫টি আসন
৩০০টি আসন
৩০৯টি আসন
 

       

Try Again

Back To MCQ Page