Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
সুদকষা
 
1. এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
১৫০ টাকা
১৯০ টাকা
২২৫ টাকা
২৯০ টাকা
 
2. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
১৫%
২০০%
২৫%
১২.৫%
 
3. ৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
৩২৫
৩৪৫
৩৬০
৩৭৫
 

4. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
১৫ টাকা
২৫ টাকা
২০ টাকা
১২.৫০ টাকা
 
5. বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?
৬০০০ টাকা
৬৫০০ টাকা
৬৭৫০ টাকা
৭০০০ টাকা
 
6. ৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?
১২০০ টাকা
৯০০ টাকা
১৩২০ টাকা
১৯২০ টাকা
 

       

Try Again

Back To MCQ Page