Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
লাভ ও ক্ষতি
 
1. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
৭৫
৮০
৮৫
৯০
 
2. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫:৬ হলে, লাভ কত?
২০%
২১%
২৫%
কোনোটিই নয়
 
3. ৫০টি কলম ২০০ টাকায় কিনে ২৫টি কলম ৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
কোনো লাভ বা ক্ষতি হবে না
ক্ষতি ৫০%
ক্ষতি ১০%
লাভ ১০%
 
4. আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
১২০০০০ টাকা
১২০০০ টাকা
১৩০০০০ টাকা
উপরের কোনোটিই নয়
 
5. প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
৩০ টাকা
২৫ টাকা
২৭.৫০ টাকা
২৮ টাকা
 

6. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
৪%
৫%
৭%
৮%
 
7. একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
১৫০ টাকা
১২০ টাকা
১৬০ টাকা
১০০ টাকা
 
8. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
২০০ টাকা
২২০ টাকা
২৩০ টাকা
২৪০ টাকা
 
9. ক্রয় মূল্য : বিক্রয় মূল্য = ৫:৬; এতে শতকরা কত লাভ হয়?
২০%
৪০%
১০%
১৫%
 
10. একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তার শতকরা লাভ কত?
২২%
২৬%
৩০%
৩৬%
 

       

Try Again

Back To MCQ Page