Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
৪৪ বছর
৪২ বছর
৫২ বছর
৫৪ বছর
 
2. A:B=3:4 এবং B:C=6:5 হলে, A:C = কত?
3:5
9:10
10:9
4:9
 
3. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪:৫:৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
৪০
৩০
৬০
৯০
 

4. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬:৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
৪:৭
২:৩
২:৭
৯:১৪
 
5. দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?
৩৪,১০০
১১০,১৭৬
২৩১,১৬৫
২৭০,৩৩৬
 
6. একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
৩:২
৩:১
২:১
৫:২
 

       

Try Again

Back To MCQ Page