Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
ঐকিক নিয়ম
 
1. একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
১৬ দিন
১৮ দিন
২০ দিন
২৪ দিন
 
2. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?
৪ দিনে
২ দিনে
৩ দিনে
৬ দিনে
 
3. পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়া্য় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
৫ কেজি
৭ কেজি
২ কেজি
১ কেজি
 
4. যদি একটি কাজ ৯ জন লোকে ১২ দিনে শেষ করতে পারে, তবে ১২ জন লোক এই কাজটি কতদিনে শেষ করতে পারবে?
৯ দিন
৫ দিন
১০ দিন
২০ দিন
 
5. একটি বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?
৩০০ বালতি
৪৫০ বালতি
৫০০ বালতি
৬৭৫ বালতি
 

6. একটি শিবিরে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল?
১৭৫
১৯০
১৭০
১৮০
 
7. ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
২৪
২৬
২৮
৩০
 
8. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০,০০০ টাকা হলে ২টি খাসির মূল্য কত?
৯,০০০ টাকা
১০,০০০ টাকা
১২,০০০ টাকা
১৩,০০০ টাকা
 
9. একজন লোক দৈনিক ১১ ঘন্টা চলে ৪ দিনে ২৭৫ কিমি পথ অতিক্রম করে। দৈনিক ৮ ঘন্টা চলে কত দিনে সে ৪৫০ কিমি পথ অতিক্রম করবে?
৬ দিন
৮ দিন
৯ দিন
১০ দিন
 
10. যদি ২০ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে ৩০ দিনে তবে ঐ একই কাজ ৫০ দিনে করতে অতিরিক্ত কত জন লোক লাগবে?
৮ জন
১০ জন
৪ জন
৬ জন
 

       

Try Again

Back To MCQ Page