Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
সমাস
 
1. সমাস নিস্পন্ন পদটির নাম কি?
সমস্যমান
সমস্তপদ
ব্যাসবাক্য
বিগ্রহ বাক্য
 
2. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিত্তিতে নিস্পন্ন হয় কোন সমাস?
দ্বন্দ্ব
কর্মধারয়
দ্বিগু
তৎপুরুষ
 
3. সমাস কত প্রকার?
৪ প্রকার
৮ প্রকার
৬ প্রকার
১০ প্রকার
 
4. বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত?
ভাই-বোন
ধন-দৌলত
আয়-ব্যয়
দা-কুমড়া
 
5. ‘আলোছায়া’ পদটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
 

6. দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয়পদ
অন্যপদ
 
7. ‘কোলে ও পিঠে = কোলেপিঠে’ এটি কোন প্রকার সমাস?
সমার্থক
বহুপদী দ্বন্দ্ব
তৎপুরুষ
অলুক দ্বন্দ্ব
 
8. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
উত্তর পদ
পরপদ
দক্ষিণ পদ
ক ও খ দুটিই
 
9. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
 
10. কোনটি 'অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
ঘরে-বাইরে
ঘর-বাড়ি
ভাই-বোন
আমরা
 

       

Try Again

Back To MCQ Page