Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. ‘ফোড়ন’ শব্দটি গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
সমাসযোগে
উপসর্গযোগে
সন্ধিযোগে
 
2. ধাতু কয় প্রকার?
এক
দুই
তিন
চার
 
3. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
বিভক্তি
কারক
ধাতু
প্রত্যয়
 
4. ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?
গতি
গত
গম্য
গম্
 
5. ‘জনতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
উপসর্গযোগে
সন্ধিযোগে
বচনের সাহায্যে
 

6. ‘ধার’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
ধি+অর
ধী+অর
ধার+অ
ধারি+অ
 
7. প্রত্যয় কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
 
8. শব্দের কোথায় প্রত্যয় বসে?
পূর্বে
মাঝে
পরে
কোনোটিই নয়
 
9. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়-
প্রকৃতি
প্রত্যয়
ক্রিয়া
সর্বনাম
 
10. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
তদ্ধিতান্ত শব্দ
তদ্ধিত প্রত্যয়
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক শব্দ
 

       

Try Again

Back To MCQ Page