Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?
অলীক ভাবনা
অদ্ভুত জিনিস
সুন্দর কল্পনা
স্বপ্ন
 
2. ‘অনুরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
 
3. বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের-
আভিধানিক অর্থ প্রকাশ করে
বিশেষ অর্থ প্রকাশ করে
আক্ষরিক অর্থ প্রকাশ করে
অতিরিক্ত অর্থ প্রকাশ করে
 
4. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-
অভদ্র
ভেদাভেদ
ঝগড়াটে
অপছন্দনীয়
 
5. কোন বাগধারাটি ভিন্নার্থক?
অহি-নকুল
উত্তম-মধ্যম
সাপে-নেউলে
আদায়-কাঁচকলায়
 

6. ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ নির্ণয় কর।
অমিতব্যয়ী
উচ্ছৃঙল
অবাধ্য
কোনোটিই নয়
 
7. উজানের কৈ- এই বাগধারাটির অর্থ কি?
বিরাট আয়োজন
সহজলভ্য
অপদার্থ
সামান্য পার্থক্য
 
8. ‘ঊনকোটি চৌষট্টি’ এ বাগধারার অর্থ হলো-
অপদার্থ
পাগলামি
অপব্যয়ী
প্রায় সম্পূর্ণ
 
9. ‘আট কপালে’ বাগধারার অর্থ-
হতভাগ্য
ভাগ্যবান
সরু কপাল
চওড়া কপাল
 
10. ‘উলুবনে মুক্তা ছাড়ানো’- এর সঠিক অর্থ-
অজায়গায় গমন করা
অপাত্রে সম্প্রদান করা
অস্থানে যোগাযোগ করা
অপাত্রে অনুসন্ধান করা
 

       

Try Again

Back To MCQ Page