Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘অনুরোধে ঢেঁকি গেলা’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
 
2. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?
অলীক ভাবনা
অদ্ভুত জিনিস
সুন্দর কল্পনা
স্বপ্ন
 
3. ‘আগড়ম বাগড়ম’ বাগধারা অর্থ-
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
 
4. উঁদুর কপালে-এর বিপরীত বাগধারা কোনটি?
অদৃষ্টের পরিহাস
একাদশে বৃহস্পতি
অন্ধকার দেখা
কেউকেটা
 
5. ‘আকাশ কুসুম’ বাগধারার অর্থ নির্ণয় কর?
হতবুদ্ধি
সুদূরদর্শী
সুন্দর ফুল
কোনোটিই নয়
 

6. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগ্বিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
 
7. ‘অকাল কুস্মাণ্ড’ বাগধারাটির অর্থ কোনটি?
অকর্মা
কর্মবিমুখ
বোকা
মূর্খ
 
8. ইঁদুর কপালে কী?
প্রবাদ
বাগধারা
সমস্তপদ
ব্যাসবাক্য
 
9. কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ প্রকাশক-
অকাল কুস্মাণ্ড
গোবর গণেশ
ঊনপাঁজুরে
কূপমণ্ডুক
 
10. ‘একাদশে বৃহস্পতি’ কী?
প্রবাদ
বাগধারা
সমস্তপদ
ব্যাসবাক্য
 

       

Try Again

Back To MCQ Page