Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
বাংলা ভাষা
 
1. চর্যাগীতি আবিষ্কার করেন-
দীনেশচন্দ্র সেন
মহাকবি বাল্মিকী
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
 
2. বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি?
লেখ্য ও আঞ্চলিক
আঞ্চলিক ও সর্বজনীন
কথ্য ও আঞ্চলিক
মৌখিক ও লৈখিক
 
3. চর্যাপদ প্রথম প্রকাশিত কোথাই থেকে ?
নেপাল থেকে
মোহামেডান লিটালারি সোসাইটি থেকে
বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
ওপরের কোনটিই নয়
 

4. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭ সালে
১৯০৭ সালে
১৯১৬ সালে
১৯০৯ সালে
 
5. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
পাল
সেন
মুঘল
তুর্কী
 
6. সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
বিশেষ্য ও বিশেষণ
সর্বনাম ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও সর্বনাম
 

       

Try Again

Back To MCQ Page