Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
বাংলা ভাষা
 
1. বাংলা ভাষার মধ্যযুগ কোনটি?
৬৫০-১২০০ সাল
৮০০-১২০০ সাল
১২০০-১৬০০ সাল
১২০১-১৮০০ সাল
 
2. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
তদ্ভব ও অর্ধ-তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
 
3. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ইন্দো-ইউরোপীয়
ইন্দো-দ্রাবিড়িয়ান
আর্য
আর্য-ইউরোপীয়
 
4. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
 
5. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
প্রাচীন ভারতীয় আর্যভাষা
মধ্যভারতীয় আর্যভাষা
নব্যভারতীয় আর্যভাষা
সংস্কৃত ভাষা
 

6. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
একটা
দুটো
তিনটে
চারটে
 
7. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ?
কাব্য
প্রহসন
ছোটগল্প
ছন্দ
 
8. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
কাহ্ন পা
লুই পা
ডাকার্ণব
মুনিদত্ত
 
9. চর্যাপদ হলো মূলত-
গানের সংকলন
কবিতার সংকলন
প্রবন্ধের সংকলন
কোনটিই নয়
 
10. নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?
আরবি
ফারসি
হিব্রু
মংখেময়
 

       

Try Again

Back To MCQ Page