Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
কোষ
 
1. জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
দুই প্রকার
তিন প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
 
2. সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
ক্লোরোফিল থাকার কারণে
জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
সায়নোফিল থাকার কারণে
কোনটিই নহে
 
3. ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি?
গ্লাইকোজেন
প্লাস্ডিড
নিউক্লিয়াস
সাইটোপ্লাজম
 

4. অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ - বিভাজনে?
মাইটোসিস
মিয়োসিস
অ্যামাইটোসিস
অস্বাভাবিক
 
5. কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?
ক্লোরোপ্লাস্টটি নতুন প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হয়
ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়
ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়
কোনটিই সঠিক নয়
 
6. সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে
বেশি পরিমাণ ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে
ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
ক ও খ উভয়ই
 

       

Try Again

Back To MCQ Page