Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
তড়িৎ
 
1. বিদ্যুৎ প্রবহা মাপার যন্ত্রের নাম?
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
 
2. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
নিউটন-কুলম্ব
নিউটন/কুলম্ব
ডাউন/ই.এস.ইউ. চার্জ
কোনোটিই নয়
 
3. তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্যে দিয়ে--
প্রোটনের প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
নিউট্রনের প্রবাহ
পজিট্রনের প্রবাহ
 

4. এসি কারেন্টের বৈশিষ্ট্য হল-
শুধু একদিকে চলে
ব্যাটারি থেকে উৎপন্ন হয়
সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
 
5. বাংলাদেশের বাসা বাড়িতে সরবারহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল-
৬০ হার্জ
২২০ হার্জ
৫০ হার্জ
১১০ হার্জ
 
6. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে না,কারণ--
বিদ্যুৎ স্পৃষ্প হলেও পাখী মরে না
পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
মাটির সঙ্গে সংযোগ হয় না
পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রাবাহিত হয় না
 

       

Try Again

Back To MCQ Page