Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
তড়িৎ
 
1. কোনটি অর্ধ-পরিবাহী (semi – conductor) নয়?
লোহা
সিলিকন
জার্মেনিয়াম
গ্যালিয়াম
 
2. যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, সালফাইড
গ্যালিয়াম, আর্সেনাইড
 
3. Which of the following is not a conductor of electricity?/নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
Graphite
Glass
Wet Bamboo
Platinum
 

4. বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে
আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্যে দিয়ে
ঠাণ্ডা বায়ুর মধ্যে দিয়ে
লু হাওয়ার মধ্যে দিয়ে
 
5. নিচের কোনটি সেমি কনডাক্ট্রর বা অর্ধপরিবাহী-
রাবার
জার্মেনিয়াম
গন্ধক
কাচ
 
6. তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ -
অল্প বৃদ্ধি পায়
হ্রাস পায়
বেশি বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
 

       

Try Again

Back To MCQ Page