Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
তড়িৎ
 
1. বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে
আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্যে দিয়ে
ঠাণ্ডা বায়ুর মধ্যে দিয়ে
লু হাওয়ার মধ্যে দিয়ে
 
2. এসি কারেন্টের বৈশিষ্ট্য হল-
শুধু একদিকে চলে
ব্যাটারি থেকে উৎপন্ন হয়
সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
 
3. কোনটি অর্ধ-পরিবাহী (semi – conductor) নয়?
লোহা
সিলিকন
জার্মেনিয়াম
গ্যালিয়াম
 
4. The household line voltage (in volt) is approximately- Or বাংলাদেশর বাসা-বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ভোল্টেজ হল......
১১০ ভোল্ট এ.সি
১১০ ভোল্ট ডি.সি
২২০ ভোল্ট এ.সি
২২০ ভোল্ট ডি.সি
 
5. তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
নিউটন-কুলম্ব
নিউটন/কুলম্ব
ডাউন/ই.এস.ইউ. চার্জ
কোনোটিই নয়
 

6. Which of the following is not a conductor of electricity?/নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
Graphite
Glass
Wet Bamboo
Platinum
 
7. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
কোনোটিই সত্য নয়
 
8. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে না,কারণ--
বিদ্যুৎ স্পৃষ্প হলেও পাখী মরে না
পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
মাটির সঙ্গে সংযোগ হয় না
পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রাবাহিত হয় না
 
9. ‘Voltage’ এর সঠিক সংজ্ঞা হলো-
বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
বৈদ্যুতিক চাপের পরিমাণ
বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
 
10. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক-
ওয়াট
কুলম্ব
এ্যাম্পিয়ার
ওহম
 

       

Try Again

Back To MCQ Page