Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
বলবিদ্যা
 
1. ডাইন কিসের একক--
বল
দ্রুতি
ত্বরণ
ভরবেগ
 
2. সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে---
ছেলেটির পেছনে
ছেলেটির সামনে
ছেলেটির হাতে
রেলের ওপরে
 
3. চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে?
স্থিতি জড়তা
গতি জড়তা
যাত্রীর ভারসাম্যহীনতা
প্রতিক্রিয়া বল
 

4. সহসা দরজা খুলতে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
কব্জার বিপরীত প্রান্তে
মাঝখানে
কজ্বার কাছে
উপরের প্রান্তে
 
5. একটি ধ্রুব বল 0.02 কি.গ্রা. ভরের উপর 10 সে. ক্রিয়া করে ভরটিকে স্থিরাবস্থা হতে 5 মিটার দুরে টেনে নিয়ে যায়। বলের মান বের করুন?
0.001 নিউটন
0.002 নিউটন
0.020 নিউটন
0.200 নিউটন
 
6. এক নিউটন সমান--
103 ডাইন
104 ডাইন
105 ডাইন
106 ডাইন
 

       

Try Again

Back To MCQ Page