Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
বলবিদ্যা
 
1. বিমান ও রকেট চলার মধ্যে মূল পার্থক্য কি?
বিমান ইঞ্জিনের সাহায্যে
রকেটে প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
বিমান ও রকেট উভয়ই বাসাসে ভর করে উড়ে
 
2. Sir Isaac Newton was a/স্যার আইজ্যাক নিউটন একজন.........ছিলেন।
Scientist
Philosopher
Traveler
Physician
 
3. এক নিউটন সমান--
103 ডাইন
104 ডাইন
105 ডাইন
106 ডাইন
 
4. Who said, A boby will remain at rest unless an external acts on the body”?
Galileo
Einstein
Newton
Archimedes
 
5. মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা
গতির প্রথম সূত্র
গতির দ্বিতীয় সূত্র
গতির তৃতীয় সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র
 

6. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসাকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দাড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
 
7. বলের (Force) আন্তর্জাতিক একক-
ক্যালরি
নিউটন
অ্যামপিয়ার
মাইক্রন
 
8. ডাইন কিসের একক--
বল
দ্রুতি
ত্বরণ
ভরবেগ
 
9. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?
লৌহ
তামা
রাবার
এলুমিনিয়াম
 
10. সমান ও বিপরীত প্রতিক্রিয়ার ধারণা প্রদান করেন বিজ্ঞানী--
আইনস্টাইন
নিউটন
জগদীশ চন্দ্র বসু
এ. এ মামুন
 

       

Try Again

Back To MCQ Page