Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
শব্দ ও তরঙ্গ
 
1. লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ--
শূন্য ঘর নীরব থাকে
লোক ভর্তি ঘরে মানুষের শোরগেোল হয়
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
শূণ্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
 
2. একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ--
শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রাবাহিত হয় বলে
বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
বাসাতে শব্দ তরঙ্গের বেশি হয় বলে
শব্দ কম্পাস্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
 
3. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
চাঁদে কোন জীব নেই তাই
চাঁদে কোন পানি নেই তাই
চাঁদে বায়ুমন্ডল নেই তাই
চাঁদের মাধ্যাকর্ষজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজতিন ত্বরণ অপেক্ষা কম তাই
 

4. শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
তাপ
মাধ্যম
চাপ
আলো
 
5. যে সর্বোচ্চ শ্রুতি সীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
৭৫ ডিবি
৯০ ডিবি
১০৫ ডিবি
১২০ ডিবি
 
6. বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
বাদ্যের সুরকে মধুর করতে ফাঁকা বাক্স অত্যাবশ্যক
ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য্ বৃদ্ধি হয়
 

       

Try Again

Back To MCQ Page