Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
শব্দ ও তরঙ্গ
 
1. Lightning is caused when one mass of clouds collides with another but the sound of collision is heard much later because...
Light travels faster than sound
Sound wave is obstructed by the cloud but light is not
Sound wave is generated later than light
Source of light is nearer to eath
 
2. শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমান (সুপারসনিক বিমান) এর নাম কি? Or Which of the following are supersonic aeroplanes -
বোয়িং (Boeing)
কনকর্ড (Concorde)
এয়ারবাস (Airbus)
জাম্বোজেট (Jambojet)
 
3. শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
তাপ
মাধ্যম
চাপ
আলো
 
4. সমুদ্রের তীরে একটি বিস্ফোরণ ঘটলে কে আগে শুনতে পারে?
এক কিলোমিটার দূরে ভূমিতে অবস্থানকারী একজন ব্যক্তি
এক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
সকলেই একসঙ্গে শব্দটা শুনতে পারে
 
5. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
১৮০ m\s
শূন্য
৩৩২ m\s
১১২০ m\s
 

6. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
শূন্য মাধ্যমে
তরল মাধ্যমে
কঠিন মাধ্যমে
বায়ুবীয় মাধ্যমে
 
7. কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে?
শীতকালে
গ্রীষ্মকালে
বর্ষাকালে
বসন্তকালে
 
8. যে সর্বোচ্চ শ্রুতি সীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
৭৫ ডিবি
৯০ ডিবি
১০৫ ডিবি
১২০ ডিবি
 
9. কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?
সেকেন্ড
হার্টস
মিটার
মিটার/সে.
 
10. বাতাসে শব্দের গতি ঘন্টায়-
৭৫৭ মাইল
১১৫৭ মাইল
২০৫৭ মাইল
৩৮৫৭ মাইল
 

       

Try Again

Back To MCQ Page