Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
ইনপুর ইউনিট
 
1. The common keyboard arrangement is called the.........layout./ সাধারণ কী-বোর্ড বিন্যাসকে বলা হয় ..... বিন্যাস।
QEWTYR
QYWERT
QYTRWR
QWERTY
 
2. Questionnaires and many standardized tests use.........technology to input the data. / বহু পরীক্ষার প্রশ্নাবলির ডেটা ইনপুট দিতে.......টেকনোলজি ব্যবহৃত হয়।
OMR
OCR
POS
MICR
 
3. To select the text by shading as you drug the mouse arrow over the text is known as-
Decode
Fetch
Highlight
Clip art
 
4. কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
কী বোর্ড
বারকোড
মনিটর
ও এম আর
 
5. OCR কি?
An output device
An input device
A part of the monitor
A part of the key-board
 

6. Which device is used as the standard pointing device in a Graphical User Environment?
Keyboard
Mouse
Joystick
Track ball
 
7. অভ্র কীবোর্ড তৈরি করেন-
মেহেদি হাসান
মুহাম্মাদ জাফর ইকবাল
মাকসুদুল আলম
বাংলাদেশ কম্পিউটার গবেষণা কেন্দ্র
 
8. বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহার হচ্ছে?
জাতীয় পরিচয় পত্র
পাসপোর্ট
ব্যাংকের চেকবই
সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে
 
9. Which of the following type of technology lets computers use light as a source of input?/ নিচের কোন ধরনের টেকনোলজির সাহায্যে কম্পিউটারে আলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে।
Operative
Optical
Optimal
Optional
 
10. Which of the following is the save button in computer key board?/ কম্পিউটার কী-বোর্ডে সংরক্ষণ বোতন হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
F12
F8
F6
F1
 

       

Try Again

Back To MCQ Page