Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
1. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৭টি
৬টি
৪টি
৫টি
 
2. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
৫৫০০ মাইল
৪৪২৪ মাইল
৩২২০ মাইল
২৯২৮ মাইল
 
3. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
৭১৫ কি.মি.
৭২৪ কি.মি.
৭৮০ কি.মি.
৮৬৫ কি.মি
 
4. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
২২°৩০′ থেকে ২০°৩৪′ দক্ষিণ অক্ষাংশে
৮০°৩১′ থেকে ৪০°৯০′ দ্রাঘিমাংশে
৩৪°২৫′ থেকে ৩৮° উত্তর অক্ষাংশে
৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে
 
5. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
৩৩০০ কিলোমিটার
৩৫৩৭ কিলোমিটার
৩৭১৫ কিলোমিটার
৩৯৩৫ কিলোমিটার
 

6. বাংলাদেশের মোট আয়তন-
১,৪৭,৭৭০ বর্গ কি.মি.
১,৪৬,৭৮০ বর্গ কি.মি.
১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
১,৪৬,৮৫০ বর্গ কি.মি.
 
7. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
মেঘালয়
আসাম
নাগাল্যান্ড
মণিপুর
 
8. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ট্রপিক অব ক্যাপ্রিকন
ট্রপিক অব ক্যানসার
ইকুয়েটর
আর্কটিক সার্কেল
 
9. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল?
৫৪৫০১ বর্গমাইল
৫৬৫০১ বর্গমাইল
৫৭৪০১ বর্গমাইল
৫৮৫০১ বর্গমাইল
 
10. বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
সত হাজার একশত আটত্রিশ কিলোমিটার
সাত হাজার কিলোমিটার
পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার
পাঁচ হাজার কিলোমিটার
 

       

Try Again

Back To MCQ Page