Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলী
পাকিস্তান আমল
 
1. তমুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত?
ভাষা আন্দোলন
স্বাধীনতা সংগ্রাম
সাস্কৃতিক আন্দোলন
কোনোটিই নয়
 
2. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমউদ্দীন
নুরুল আমিন
লিয়াকত আলী খান
মুহাম্মদ আলী জিন্নাহ
 
3. কে ভাষা শহীদ নন?
নূর হোসেন
রফিক
জব্বার
সালাম
 
4. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
১৯৫২ সালের ভাষা আন্দোলন
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান
 
5. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ঢাকায়
নারায়ণগঞ্জে
লাহোরে
করাচিতে
 

6. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন-
মাওলানা ভাসানী
কমরেড মুজফফর আহমদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
 
7. রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়-
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
 
8. ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
আমজাদ খাঁ
সার্জেন্ট জহুরুল হক
মকবুল ভুঁইয়া
কৃষ্ণ দুগার
 
9. নিচের কোন কর্মসূচিকে ‘ম্যাগনাকার্টা’ হিসেবে গণ্য করা হয়?
১১ দফা
২১ দফা
৬ দফা
৪ দফা
 
10. আসাদ শহীদ হন-
৯০ এর গণ আন্দোলনে
৫২ এর ভাষা আন্দোলনে
৬২ এর শিক্ষা আন্দোলনে
৬৯ এর গণ আন্দোলনে
 

       

Try Again

Back To MCQ Page