Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
সুদকষা
 
1. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
১৫ টাকা
২৫ টাকা
২০ টাকা
১২.৫০ টাকা
 
2. সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
৩০০ টাকা
৫০০ টাকা
৬০০ টাকা
৯০০ টাকা
 
3. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
২০,০০০ টাকা
২৫,০০০ টাকা
৩০,০০০ টাকা
৩৫,০০০ টাকা
 
4. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
১০.০০ টাকা
১২.০০ টাকা
৭.৫০ টাকা
৫.০০ টাকা
 
5. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
২৪ টাকা
৩৬ টাকা
৪৮ টাকা
৬০ টাকা
 

6. ৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
৭০০ টাকা
৭৫০ টাকা
৭৭৫ টাকা
৮০০ টাকা
 
7. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
১ বছরে
২০ বছরে
৫ বছরে
১০০ বছরে
 
8. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
৯৩২ টাকা
১৫০০ টাকা
১০০০ টাকা
১২৪৫ টাকা
 
9. এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
৮%
৮.২৫%
৮.৭৫%
৮.৫০%
 
10. বার্ষিক ৬.৫% সরল সুদে ১,৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?
৫১০ টাকা
৫২০ টাকা
৫২৫ টাকা
৫৩০ টাকা
 

       

Try Again

Back To MCQ Page