Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
সময়, দূরত্ব ও গতিবেগ
 
1. একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার অপর একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য-
২২ মিটার
১০৪ মিটার
১৫০ মিটার
১৮৬ মিটার
 
2. ঢাকা ও চট্টগ্রামের দুরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?
২৪.৫ কিমি
৩৭.৫ কিমি
৪২.০ কিমি
৪৫.০ কিমি
 
3. ঘন্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ কিমি একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
২৪ সেকেন্ড
২০ সেকেন্ড
২৪ মিনিট
২০ মিনিট
 

4. ঘন্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌছাতে যে সময় লাগে, ঘন্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দুরত্ব কত?
২৫ কিমি
২২ কিমি
২০ কিমি
১৫ কিমি
 
5. ক ঘন্টা্য় ১০ কিমি এবং খ ঘন্টায় ১৫ কিমি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজমাহীর দুরত্ব কত কিমি?
২০ কিমি
২৫ কিমি
১৫ কিমি
২৮ কিমি
 
6. এক ব্যক্তি ঘন্টায় ৪০ কিমি বেগে ২ ঘন্টা এবং ঘন্টায় ৬০ কিমি বেগে আরো ২ ঘন্টা গাড়ি চালালেন। তাঁর গাড়ির গড় গতিবেগ কত?
৪৫ কিমি/ঘন্টা
৫০ কিমি/ঘন্টা
৫২ কিমি/ঘন্টা
৫৫ কিমি/ঘন্টা
 

       

Try Again

Back To MCQ Page