Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
৪৪ বছর
৪২ বছর
৫২ বছর
৫৪ বছর
 
2. একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-
১:৪
২:৩
৩:৪
৪:৫
 
3. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
১:৫
৫:১
২:৫
৫:২
 

4. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬:৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
৪:৭
২:৩
২:৭
৯:১৪
 
5. দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
৯১
১০৪
১১৭
৪০
 
6. দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?
৩৪,১০০
১১০,১৭৬
২৩১,১৬৫
২৭০,৩৩৬
 

       

Try Again

Back To MCQ Page