Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
বাংলা প্রবন্ধ
 
1. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
নীহারঞ্জন রায়
আর, সি, মজুমদার
অধ্যাপক আবদুল করিম
অধ্যাপক সুনীত
 
2. ড: মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
 
3. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মাদ আবদুল হাই
মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
 

4. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- কে লিখেছেন?
সুকুমার সেন
মুহম্মদ আবদুল হাই
হায়াৎ মাহমুদ
হুমায়ুন আজাদ
 
5. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
অশোক মিত্র
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
নীরদচন্দ্র চৌধুরী
অতুল সুর
 
6. প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্বসহ উল্লেখ করা হয়?
নীহারঞ্জন রায়ের ‘রাঙালীর ইতিহাস’
আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’
অতুল সুরের ‘বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়’
দীনেশচন্দ্র সেনের ‘বৃহৎবঙ্গ’
 

       

Try Again

Back To MCQ Page